মহিলাদের গণপ্রহারে মৃত্যু ইভটিজিংয়ে অভিযুক্তের
ABP Ananda, web desk | 12 Sep 2016 06:39 PM (IST)
রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মহিলাদের উত্যক্ত করা ও মদের ঠেক বসানোর অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মহিলাদের উত্যক্ত করত আব্দুলঘাটা গ্রামের বাসিন্দা গোকুল টিকাদার। সম্প্রতি বহিরাগতদের এনে গ্রামে মদের ঠেক বসায় ওই যুবক। গ্রামবাসীরা প্রতিবাদ করায়, গতকাল গোকুলের নেতৃত্বে বহিরাগতরা তাঁদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এরপরই ক্ষিপ্ত হয়ে গ্রামের মহিলারা গোকুলকে গণপিটুনি দেয়। তার জেরেই গোকুলের মৃত্যু হয় বলে অভিযোগ। মৃতের বাবার দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয় ওই যুবককে। ঘটনায় ৯ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মৃতের পরিবার