সোমবার জ্বর এবং ডায়েরিয়ার সমস্যা নিয়ে সাগরদিঘি হাসপাতালে ভর্তি হয় সাগরদিঘির বাসিন্দা গোলাম নবি নামে একাদশ শ্রেণির এক ছাত্র। রাতে সেখান থেকে তাকে রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুরু হয় স্যালাইন দেওয়া। ছাত্রের দাবি, রাতে চার বোতল স্যালাইন দেওয়া হয় তাকে। সকালে লক্ষ্য করে, জুলাই মাসে মেয়াদ ফুরিয়ে গিয়েছে স্যালাইনের বোতলটির। বিষয়টি জানাজানি হওয়ার পর কর্তব্যরত নার্সরা স্যালাইনের বোতল কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে দাবি ওই ছাত্রের।
পরিবারের তরফে এনিয়ে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতালের সুপার।
এখনও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেই চিকিত্সাধীন ছাত্রটি। কী করে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রর পরিজনরা।চিকিত্সকরা জানিয়েছেন, আশঙ্কার কোনও কারণ নেই।