পুরুলিয়া: পুরুলিয়া রঘুনাথপুরের বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল বাড়ির ছাদ। মজুত করা বাজির মশলা থেকে বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের। যদিও এই সম্ভাবনা মানতে নারাজ স্থানীয়রা। গ্রেফতার বাড়ির মালিক।
মালদার বৈষ্ণবনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণ। এবার পুরুলিয়ার রঘুনাথপুর। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির ছাদ। ভস্মীভূত হয়ে গিয়েছে দুটি ঘরও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এক স্থানীয় বাসিন্দা জানান, বাজারে ছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনতে পাই, গিয়ে দেখি বাড়িতে বিস্ফোরণ ঘটেছে।
সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার রূপেশ কুমার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়িটিতে প্রচুর পরিমাণে বাজির মশলা মজুত করা হয়েছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটেছে। বাড়ির মালিক অমিতাভ গোস্বামী বলেন, একটি ঘর জামাইকে ভাড়া দিয়েছিলাম। ও বাজির কারবার করত। অপর ঘরে আবদুল্লা ভাড়া থাকত। আবদুল্লা সোনার কারবার করত।
বিস্ফোরণের পর থেকে রহস্যজনকভাবে বেপাত্তা দুই ভাড়াটিয়া। পুলিশের বাজির তত্ত্বেও সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
বিস্ফোরণের নেপথ্যে অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন এলাকার মানুষ। তাঁদের দাবি, ভাড়াটিয়াদের ব্যবহার খুব সাসপিসাস। কারোও সঙ্গে যোগাযোগ রাখত না। বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হত না। ঘটনার যথাযথ তদন্তে দাবি করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।