প্রতি একশ বছরে তেরো থেকে চোদ্দবার এমন ঘটনা ঘটে। এরপরে এমন ঘটনা ঘটবে ২০১৯-এ। যদিও তা ভারতের মাটি থেকে দেখা যাবে না। ভারত থেকে বুধের পরবর্তী সরণ দেখা যাবে ২০৩২-এ। যদিও মেঘলা আকাশ, কতটা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে দেবে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
আজ বিকেলে রাজ্যবাসী সাক্ষী থাকবে সূর্যের ওপর বুধের হামাগুড়ি দেওয়ার দৃশ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 May 2016 04:05 AM (IST)
NEXT
PREV
কলকাতা: আকাশে আজ বিরল মহাজাগতিক ঘটনা। সূর্যের উপর দিয়ে সরণ বুধগ্রহের। দেখা যাবে কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গা থেকে। বিকেল ৪টে ৪১ মিনিট থেকে সূর্যের উপর হামাগুড়ি দেওয়া শুরু করবে বুধ। বিশালাকার সূর্যের গায়ে দেখা দেবে কালো ছোট্ট তিল হয়ে।
প্রতি একশ বছরে তেরো থেকে চোদ্দবার এমন ঘটনা ঘটে। এরপরে এমন ঘটনা ঘটবে ২০১৯-এ। যদিও তা ভারতের মাটি থেকে দেখা যাবে না। ভারত থেকে বুধের পরবর্তী সরণ দেখা যাবে ২০৩২-এ। যদিও মেঘলা আকাশ, কতটা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে দেবে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
প্রতি একশ বছরে তেরো থেকে চোদ্দবার এমন ঘটনা ঘটে। এরপরে এমন ঘটনা ঘটবে ২০১৯-এ। যদিও তা ভারতের মাটি থেকে দেখা যাবে না। ভারত থেকে বুধের পরবর্তী সরণ দেখা যাবে ২০৩২-এ। যদিও মেঘলা আকাশ, কতটা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে দেবে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -