মুর্শিদাবাদ: জাল নোট সহ জালে পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে গ্রেফতার। সোমবার রাতের অন্ধকারে এই রুদ্ধশ্বাস অপারেশন চালানো হয় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর মেলে, রাতে শিবনগর ঘাট দিয়ে জাল নোট পাচারের পরিকল্পনা রয়েছে। সেই মতো শিবনগর ঘাটের আশেপাশে ওৎ পেতে বসেছিল পুলিশ।
ব্যাগ ভর্তি জাল নোট নিয়ে এই ব্যক্তি সেখানে পৌঁছতেই ঝাঁপিয়ে পড়ে, তাকে ধরে ফেলেন পুলিশ অফিসাররা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪০টি দু’হাজার টাকার জাল নোট। অর্থাৎ আশি হাজার টাকার জাল নোট।
শিবনগর ঘাট দিয়ে ভাগীরথী পেরিয়ে লালগোলায় যাওয়া যায়। পুলিশের অনুমান, সেখানেই জাল নোট পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল ধৃত ব্যক্তির। কিন্তু, কার কাছে, তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে।
মুর্শিদাবাদে পাচারের সময় ৮০ হাজার টাকার জাল নোট উদ্ধার করল পুলিশ, ধৃত ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Aug 2017 09:24 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -