সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা: নিজেকে পরিচয় দিতেন হুগলি জেলা পুলিশের এসআই হিসেবে। আর সেই ভুয়ো পরিচয়কে হাতিয়ার করে অনেককে দিয়েছিলেন পুলিশে চাকরির টোপও!কিন্তু শেষরক্ষা হল না!


মঙ্গলবার রাতে অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ। ধৃত বছর ৪৬-এর সুজিত নাথ ডানকুনির রামকৃষ্ণপল্লির বাসিন্দা।

কীভাবে সামনে এল এই ঘটনা?

মমতা রায় নামে ব্যারাকপুরের এক বাসিন্দার দাবি, বেশকিছু দিন আগে তাঁর সঙ্গে সুজিতের পরিচয় হয় একটি সোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। তারপর এই ব্যক্তি তাঁকে কলকাতা পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে লক্ষাধিক টাকা নেন বলেও অভিযোগ। সুজিত নিজেকে প্রভাবশালী বলে দাবি করেছিলেন বলে অভিযোগ।

পরে চাকরি না পাওয়ায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সুজিত নাথ পুলিশের কর্মী নন। পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে তিনি অনেকের সঙ্গেই প্রতারণা করেছেন।তারপরেই ফাঁদ পেতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

এই চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।