কলকাতা: সিআইডি তদন্তে আস্থা নেই। ডায়মন্ডহারবারে পিটিয়ে ছাত্র খুনের ঘটনায় সিবিআই চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পরিবার। ছেলের খুনের যথাযথ তদন্তের পাশাপাশি নিরাপত্তা এবং আর্থিক সাহায্য চেয়ে মামলা করেছেন তাঁরা। শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে এই মামলার শুনানি হতে পারে।


নিহত ছাত্রের পরিবারের দাবি, যেরকম নৃশংসভাবে তাকে পিটিয়ে মারা হয়েছে, তা ভয়াবহ। এর পিছনে আক্রোশ ছাড়া অন্য কারণও থাকতে পারে। পুরো ঘটনার যথাযথ তদন্ত প্রয়োজন। অথচ এই ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্তদের অনেকে এখনও অধরা। এই প্রেক্ষিতে রাজ্য পুলিশে আস্থা রাখতে না পেরে তাঁরা সিবিআই তদন্ত দাবি করেছেন।

 

 



 

গত সোমবার রাতে ডায়মন্ডহারবারের চোর সন্দেহে কলেজ পড়ুয়া কৌশিক পুরকায়স্থকে পিটিয়ে খুন করা হয়। এমনকী, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরিবারের সদস্যদের দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ। কয়েকজন অভিযুক্ত এখনও অধরা।

 

সন্তান হারানোর শোকের পাশাপাশি এই ঘটনার পর থেকে প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছে নিহত কৌশিকের পরিবার। অভিযুক্তদের অনেকে অধরা থাকায় আশঙ্কা আরও বেড়েছে। এই প্রেক্ষিতে হাইকোর্টে সিবিআই তদন্তের পাশাপাশি আর্থিক সাহায্য এবং নিরাপত্তারও আর্জি জানিয়েছেন তাঁরা।