ঝাড়গ্রাম: লাভ তো দুরের কথা, উঠছে না চাষের খরচই। তাই রাস্তায় ফসল ফেলে প্রতিবাদ চাষিদের। কোনও ভিন রাজ্য নয়, এ ছবি এ রাজ্যের। ঝাড়গ্রাম জেলার জামবনির।
খুচরো বাজারে দাম যাই হোক, চাষিদের অভিযোগ, করলা বিক্রি করে প্রতি কেজিতে তাঁরা পাচ্ছেন ৫০ পয়সা থেকে ১টাকা! ন্যায্য দাম না পাওয়ায় মঙ্গলবার সকালে রাস্তায় করলা ঢেলে প্রতিবাদে সরব হন চাষিরা।শুরু হয় ঝাড়গ্রাম জামবনি সংযোগকারী রাস্তা অবরোধ।
করলা চাষিদের দাবি, এবার ফলন বেশি হয়েছে।এলাকায় কোনও হিমঘর না থাকায় ফলন বেশি হওয়ায় সংরক্ষণ করা যাচ্ছে না করলা। এই অবস্থারই সুযোগ নিচ্ছেন স্থানীয় মহাজনরা। তাঁদের চাপেই কম দামে করলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষীরা। ৪০ থেকে ৮০ কেজি করলা মাত্র ২০ টাকায় চাষীদের থেকে কিনে নিচ্ছেন মহাজনরা।
এক কৃষকের অভিযোগ, (বাইরের মহাজনরা এলাকায় ঢুকতে পারলে কিছুটা দাম পাওয়া যেত।কিন্তু স্থানীয় মহাজনরা বাইরের কাউকে এলাকায় ঢুকতে দেবে না। প্রশাসনের সাহায্য চেয়েও পাইনি।
জামবনি ব্লকের বরশোল, গিধনি, পড়িহাটির সহ একাধিক গ্রামের প্রায় ৫০০ কৃষক করলা চাষের সঙ্গে যুক্ত। এদের অধিকাংশই ঋণ নিয়ে চাষ করেছিলেন। ফসলের দাম না পাওয়ায় ঋণ কিভাবে শোধ করবেন তা ভেবেই অকূল পাথারে পড়েছেন তাঁরা।
এদিন রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান জামবনির ব্লক আধিকারিক আলিম আনসারি। দাম নিয়ে চাষীদের সমস্যার কথা শোনেন তিনি। পরে প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়ায় আশ্বাস দেন তিনি। প্রায় চার ঘণ্টা পরে অবরোধ উঠে যায়।
প্রতি কেজিতে দাম মাত্র ৫০ পয়সা থেকে ১ টাকা, ঝাড়গ্রামে রাস্তায় করলা ফেলে বিক্ষোভ কৃষকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Apr 2017 07:43 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -