পূর্ব মেদিনীপুর: প্রায় প্রতি রাতেই মত্ত হয়ে বাড়ি ফিরত ছেলে।জুয়া খেলে উড়িয়ে দিত টাকা।বার বার বলেও শোধরানো যায়নি। তাই অতিষ্ঠ হয়ে সুপারি কিলার দিয়ে ছেলেকে খুন করিয়েছেন বাবা। এই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের কাঁথিতে।
মার্চ মাসে কাঁথির পুরুষোত্তমপুর গ্রাম থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। গলার নলি কাটা ছিল। শরীরে ছিল অসংখ্য আঘাতের। চিহ্ন। দেহের পাশ থেকে উদ্ধার হয় ভোজালি ও একটি মোবাইল ফোন। ভোজালি দিয়েই ওই যুবককে খুন করা হয় বলে অনুমান পুলিশের।
ঘটনার পর থেকে কাঁথি হাসপাতালের মর্গে রাখা ছিল দেহ। গত জুন মাসে মর্গে গিয়ে যুবককে ছেলে বলে দাবি করে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানা এলাকার বৈতার বাসিন্দা অশোক দ্বিবেদী। জানা যায়, নিহত যুবকের নাম অনিমেষ। পুলিশের দাবি, বাবার কথায় ধরা পড়ে বেশ কিছু অসঙ্গতি। বার বার বলা সত্বেও তিনি কোনও অভিযোগ দায়ের করতে চাননি।
তাতেই সন্দেহ হয় পুলিশের। বাবার ওপর নজর রাখার পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে ফের তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের দাবি, এলাকার লোকের সঙ্গে কথা বলে জানা যায়, অনিমেষকে দু’ই ব্যক্তির সঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। এরপর ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, জেরার মুখে ধৃতরা যে তথ্য দেয় তাতে চোখ কপালে ওঠে তদন্তকারীদের।
পুলিশের দাবি, ধৃতরা জানায়, ছেলেকে খুন করার জন্য তাদেরকে ১ লক্ষ ৩০ হাজার টাকা দেন বাবা অশোক দ্বিবেদী। সেইমতো, খুনের পরিকল্পনা করে ছেলেকে কাঁথির আত্মীয় বাড়িতে পাঠিয়ে দেন বাবা। সেখানেই খুন করা হয় অনিমেষকে।
সোমবার পশ্চিম মেদিনীপুরের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে অনিমেষের বাবাকে। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত অশোক দ্বিবেদী জানিয়েছেন,ছেলের উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন তিনি। বার বার বলেও শোধরাতে পারছিলেন না। তাই সুপারি কিলার দিয়ে ছেলেকে খুন করিয়েছেন তিনি।
ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সুপারি কিলার দিয়ে ছেলেকে ‘খুন’, গ্রেফতার বাবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Aug 2016 03:54 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -