পাণ্ডবেশ্বর: ছেলে দাবি করেছিলেন, বাইক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে। কিন্তু দাবি মানতে নারাজ পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাবার মৃত্যু হলে তাঁর চাকরি মিলবে, এই লোভেই খুন করা হয়েছে তাঁকে। অভিযুক্ত ছেলেকে আটক করেছে তারা।


পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ঘটেছে এই ঘটনা। ইসিএলের কুমারডিহি কোলিয়ারির কর্মী জনৈক মৃত্যুঞ্জয় কুমারকে নিয়ে গতকাল রাতে বাইক চড়ে বাড়ি ফিরছিলেন তাঁর ছেলে মুকেশ কুমার। এরপর গুরুতর আহত অবস্থায় বাবাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে মুকেশ দাবি করেন, বাইক থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন ওই ইসিএল কর্মী। পরে তাঁর মৃত্যু হয়।

কিন্তু মৃতের মাথায় গুরুতর আঘাত ও গলায় দাগ দেখে সন্দেহ হয় পুলিশের। পাশাপাশি, রাস্তা থেকে বেশ খানিকটা দূরে ফাঁকা মাঠের মধ্যে দুর্ঘটনা হয়েছে বলে ছেলে দাবি করায় সন্দেহ বাড়ে। পুলিশ সূত্রে খবর, দিনকয়েক পরেই মৃত্যুঞ্জয়ের অবসর নেওয়ার কথা ছিল। বাবার চাকরি পাওয়ার জন্যই ছেলে তাঁকে খুন করেছেন কিনা তা খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। মুকেশকে আটক করা হয়েছে।