সিঙ্গুর: আসন্ন পঞ্চায়েত ভোটে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে বামেদের সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে তৃণমূল। সেখানে হুগলির সিঙ্গুরে দলের অস্বস্তি বাড়ালেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। হুগলি জেলা পরিষদের তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছেন মনোরঞ্জন। তাঁর দাবি, দলের নির্দেশেই তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু পরে তাঁকে মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়।
যদিও সূত্রের খবর, তাপসীর বাবা মনোরঞ্জন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামী। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী দেবু মালিকের আত্মীয় রথীন মালিক বেচারাম মান্নার ঘনিষ্ঠ। অভিযোগ, দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই মনোরঞ্জনকে প্রার্থী করা হয়নি। দলের নির্দেশ না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ধনেখালির বিধায়ক অসীমা পাত্র।
২০০৬ সালে সিঙ্গুরে নৃশংসভাবে খুন হন তাপসী মালিক। সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানার জন্য নেওয়া প্রস্তাবিত জমিতেই তাপসীর মৃতদেহ মেলে। সেইসময় তাপসীর পরিবারের পাশে দাঁড়ান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারের দাবিতে আন্দোলন শুরু করে তৃণমূল। তার প্রায় এক যুগ পরে সেই তাপসী মালিকের বাবাই এবার তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী।
তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী তাপসী মালিকের বাবা
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2018 12:15 AM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -