জলপাইগুড়ি: জলপাইগুড়ির ঘাটিয়া চা বাগানে এলাকা দখলের লড়াই। তবে এই লড়াই মানুষে জলপাইগুড়ি মানুষে নয়, দু’টি চিতাবাঘের মধ্যে।বন্যপ্রাণি সংক্রান্ত চ্যানেলে এমন দৃশ্য দেখা যায় প্রায়শই। এবার বাস্তবে তার সাক্ষী থাকল জলপাইগুড়ির নাগরাকাটা থানার ঘাটিয়া চা বাগানের শ্রমিকরা। তাঁদের দাবি, বৃহস্পতিবার বিকেলে বাড়ি যাওয়ার সময় চা বাগানের ভিতর থেকে ভেসে আসে চিতাবাঘের গর্জন। কয়েকজন এগিয়ে গিয়ে দেখেন, সেখানে লড়াই চলছে দু’টি পূর্ণবয়স্ক চিতাবাঘের।
দেখেই আতঙ্কে চা বাগান ছেড়ে পালান শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা। ততক্ষণে একটি চিতাবাঘ আহত হয়ে নেতিয়ে পড়েছে।
ঘুমপাড়ানি গুলি ছুড়ে চিতাবাঘটিকে কাবু করেন বন দফতরের কর্মীরা। তারপর সেটিকে নিয়ে যাওয়া হয় লাটাগুড়ি পর্যবেক্ষণ কেন্দ্রে।
চিকিৎসার পর চিতাবাঘটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছাড়া হবে বলে জানিয়েছেন জলপাইগুড়ির ডিএফও নিশা গোস্বামী। অপর চিতাবাঘটির খোঁজ চলছে।
এলাকা দখলে দুই চিতাবাঘের লড়াই, আতঙ্কের প্রহর চা বাগানের শ্রমিকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Feb 2018 05:42 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -