দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে ফের বাঘে-মানুষে লড়াই! খালি হাতে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়ে সঙ্গীকে বাঁচালেন ২ মৎস্যজীবী।
হ্যাঁ ঠিকই শুনেছেন। বাঘের সঙ্গে লড়ে সঙ্গীর প্রাণ বাঁচিয়েছেন আপাত নিরীহ গ্রামবাসী কালীপদ সাউ। কালীপদ বলেন, ওর মাথায় থাবা বসাল। আমি খালি হাত দিয়ে বাঘটার সঙ্গে লড়লাম। কালীপদর মতো জীবনের তোয়াক্কা না করে সঙ্গীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন আরেক গ্রামবাসী স্বপন সাউও। স্বপন বলেন, খালি হাতে বাঘের পিঠে চাপড় মারতে থাকলাম, তারপর নেমে পালিয়ে যায়।
ঠিক কী ঘটেছিল? সোমবার তখন সবে সূর্য ডুবেছে। সুন্দরবনের অরিয়েন নালা এলাকায় মাছ ধরার পর, নৌকোয় বসে খাওয়া-দাওয়া করছিলেন মৈপীঠ অম্বিকানগরের ৫ মৎস্যজীবী।
তখনই তার আগমন। জঙ্গল থেকে বিদ্যুৎ গতিতে ছুটে এসে এক লাফে নৌকায়! কিছু বুঝে ওঠার আগেই তপন বাগ নামে এক মৎস্যজীবীর ওপর আক্রমণ চালায় রয়্যাল বেঙ্গল টাইগার।
ভয়ে তখন থরহরিকম্প বাকিদের। কিন্তু সঙ্গীকে তো বাঁচাতেই হবে। খালি হাতেই বাঘের ওপর ঝাঁপিয়ে পড়েন কালীপদ ও স্বপন। শুরু হয় বাঘে-মানুষে লড়াই। দাঁত-নখ, এলোপাথাড়ি থাবা, তাও পিছু হঠেননি তাঁরা। বেশ কিছুক্ষণ ধরে চলে অসম লড়াই। শেষমেষ নৌকা থেকে লাফিয়ে জঙ্গলে পালিয়ে বাঘটি। কালীপদ জানান, পরে আবার ফিরে এসে জঙ্গলে দাঁড়িয়ে দেখছিল বাঘটি।
মাথায় গুরুতর আঘাত নিয়ে জয়নগর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে মৎস্যজীবী তপন বাগকে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে কালীপদ ও স্বপনকে। তবে এখনও দু’জনের চোখে-মুখে বাঘ-আতঙ্ক।
খালি হাতে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে লড়াই করে সঙ্গীকে বাঁচালেন ২ মৎস্যজীবী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Feb 2017 07:40 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -