পূর্ব মেদিনীপুর: ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের। ২৪ নভেম্বরে তমলুকে গিয়ে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অগ্নিমিত্রা। এই প্রেক্ষিতেই রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রীর বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করা হয় শুক্রবার। ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৩০৬ ও ৫০৯ ধারায় দায়ের হয়েছে অভিযোগ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার নারী সুরক্ষার দাবি সংক্রান্ত মিছিলে যোগ দিয়েছিলেন অগ্নিমিত্রা। সেখানে রাজ্য সরকারের সমালোচনা করতে গিয়ে বেলাগাম মন্তব্য করে তীব্র বিতর্ক তৈরি করলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। তিনি বলেছিলেন, মালদায় কয়েকদিন আগে ধর্ষণ হয়েছে, তারকেশ্বরেও হয়েছে। তৃণমূলের কর্মী সমর্থকরা করছে। দিদি ওদের বলে দিয়েছে, তোদের তো চাকরি দিতে পারিনি। তোদের এন্টারটেনমেন্টের যখন প্রয়োজন হবে তোরা গিয়ে ধর্ষণ করবি। আমি ক্ষতিপূরণ দিয়ে দেব।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রার মন্তব্যে নিন্দার ঝড় আছড়ে পড়ে বিভিন্ন মহলে। সমালোচনায় সরব তৃণমূল থেকে সিপিএম। তৃণমূল নেতা ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ধর্ষণের ঘটনা ঘটলে যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তি চাই। যাঁরা এইধরনের কথা বলেন তাঁরা মানুষের পর্যায়ে আছে বলে মনে করি না। বোনের আর্তনাদ যাতে না হয় তার ব্যবস্থা করব।এটা উত্তরপ্রদেশ নয়। এসব বাংলায় হয় না। বাংলায় আমরা নারীশক্তির পুজো করি, সেটা অনুভব করার ক্ষমতা অগ্নিমিত্রা পালের নেই।
সিপিএম পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, অগ্নিকন্যা ও অগ্নিমিত্রার মধ্যে কোনও পার্থক্য নেই। অগ্নিকন্যারা এই ধরনের শব্দ আগে বলতেন, এখন অগ্নিমিত্রা বলছেন। মহিলাদের এঁরা এই চোখেই দেখেন। উত্তরপ্রদেশে এত বড় ঘটনা ঘটল, তখন ধর্ষণকারীদের পক্ষেই দাঁড়াল ওঁদের দল। ধর্ষণের মতো সংবেদনশীল বিষয় নিয়ে এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেন বিদ্বজ্জনরাও।
রাজ্য বিজেপি অবশ্য এই মন্তব্যে বিতর্কের কিছু দেখেনি! রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, এতে হইচইয়ের কী আছে? যা ঘটছে তাই তো বলেছে।