প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘অবমাননাকর’ মন্তব্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর
ABP Ananda, web desk | 13 Jan 2017 10:51 PM (IST)
কলকাতা: এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। একই দিনে দিল্লি ও কলকাতায়। কলকাতায়, হেয়ার স্ট্রিট থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্বপন দাস নামে এক বিজেপি কর্মী। আর দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় সৌরভ শিকদার নামে আরেক বিজেপি কর্মী কল্যাণের বিরুদ্ধে এফআইআর করেছেন। তাঁদের অভিযোগ, সম্প্রতি প্রকাশ্য সভায়, প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘কুরুচিকর ও অবমাননাকর’ মন্তব্য করেন কল্যাণ। যদিও তৃণমূল সাংসদ এই অভিযোগ অস্বীকার করেছেন।