কলকাতা ও পশ্চিম মেদিনীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণের জের। পশ্চিম মেদিনীপুরের বিজেপি পর্যবেক্ষক শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।
রবিবার, চন্দ্রকোণা রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন শ্যামাপদ মণ্ডল। বলেছিলেন, ওকে আটকে দিল। পুরীর জগন্নাথ মন্দিরে ইন্দিরা-সনিয়া পুজো দিতে পারেননি। এবং আদর্শবাদী হিন্দুরাই পুজো দিতে পারবে। আজ মমতা নাটক করে সেজেছেন, নামাজের আসরে গিয়ে বোর্খা পরে, দু’হাত তুলে আল্লাহ আল্লাহ শব্দ করছেন। এর থেকে হিন্দু সমাজে প্রমাণিত, মমতা পুরুষ না মহিলা সেটা বোঝা যায় না। বর্তমানে ট্রেনে-বাসে যারা হিজড়ে দেখেছেন, আজকে দিদি আমাদের হিজড়ে। এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা! আরও বলেছিলেন, দিদির মাথা খারাপ হয়ে গেছে। কয়েকদিন বাদে রাঁচিতে পাঠাতে হবে।
এর পরের দিনই পশ্চিম মেদিনীপুরের বিজেপি পর্যবেক্ষক শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সোমবার, গড়বেতা থানায় এফআইআর দায়ের করেন চন্দ্রকোণা রোডের বাসিন্দা জনৈক ঢোলগোবিন্দ সাঁই। তাঁর অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ও ৫০৬ ধারায় হুমকি, ৫০৯ ধারায় অশালীন অঙ্গভঙ্গি, ১৫৩’র এ ধারায় উস্কানিমূলক মন্তব্য করে অশান্তি তৈরি করা এবং ৩৪ ধারায় একই উদ্দেশ্যে অপরাধের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ।
রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করতে এমন কুরুচিকর ভাষা ব্যবহার করায়, বিজেপি নেতার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তৃণমূল থেকে বিদ্বজ্জন, সকলেই নিন্দায় সরব হয়। বিজেপি রাজ্য নেতৃত্বেরও বক্তব্য, এমন মন্তব্য তাদের দল অনুমোদন করে না। বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু বলেন, দল এটা অনুমোদন করে না। বিজেপি রাজ্য সভাপতি এ বিষয়ে যা করার করবেন।
সম্প্রতি, নানা ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। এরই মাঝে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন কুরুচিকর ভাষায় বিজেপি নেতার আক্রমণ, উস্কে দিল নয়া বিতর্ক।