কলকাতা: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। শিলাবৃষ্টি পুরুলিয়ায়। কালবৈশাখী ফাঁকি দিলেও বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতাতেও। লাউডন স্ট্রিটে ভেঙে পড়ল গাছ। অসহ্য গরমে খানিক স্বস্তি। জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। কোথাও শিলাবৃষ্টি। হালকা বৃষ্টিতে ভিজল কলকাতাও। ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল গাছ। রবিবার রাতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে জেলায় জেলায় বয়ে গিয়েছে ঝোড়ো হাওয়া। গাছ উপড়ে, বাজ পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। এদিনও সন্ধের পর ঝোড়ো হাওয়া বয়ে য়ায় বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে। শিলাবৃষ্টি হয় পুরুলিয়ার বেশ কিছু অংশে। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, বাঁকুড়ায়। বৃষ্টি হয়েছে আসানসোল, দুর্গাপুর, মুর্শিদাবাদ, হুগলি সহ অন্যান্য জায়গাতেও। এদিনও কালবৈশাখী ফাঁকি দিয়েছে কলকাতাকে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন অংশে। লাউডন স্ট্রিটে ভেঙে পড়ে গাছ। রবিবাসরীয় রাতের বৃষ্টির পর তাপমাত্রা কিছিটা নামলেও এদিন সকাল থেকে ফের তা ছিল ঊর্ধ্বমুখী। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সন্ধে পর বিক্ষিপ্ত বৃষ্টিতে ফের নেমে যায় তাপমাত্রা। পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবারও বিকেল অথবা সন্ধের দিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহবিদরা জানিয়েছেন, দিনের বেলায় বজায় থাকবে অস্বস্তিকর পরিস্থিতি।