আমডাঙায় বাজি কারখানায় আগুন-বিস্ফোরণ, জখম ২১
Web Desk, ABP Ananda
Updated at:
25 Sep 2017 10:19 AM (IST)
NEXT
PREV
আমডাঙা: উত্তর ২৪ পরগনার আমডাঙায় বাজি কারখানায় আগুন-বিস্ফোরণ। জখম অন্তত ২১ জন। গতকাল রাত আড়াইটে নাগাদ আমডাঙার ভালুকা গ্রামের বাজি কারখানাটিতে আগুন লাগে। এরপরেই জোরাল বিস্ফোরণে উড়ে যায় কারখানা লাগোয়া বাজির গুদামের ছাদ। আগুন লেগে যায় আশপাশের বেশ কয়েকটি বাড়িতেও। জখম হন ১৫ জন। আগুন নেভাতে গিয়ে জখম হন ৬ দমকলকর্মীও। পুড়ে গিয়েছে দমকলের একটি গাড়ি। জখম দমকলকর্মীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই ঘটনার জেরে পঞ্চমীতে আতঙ্ক ছড়িয়েছে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -