কুলটি: পশ্চিম বর্ধমানের কুলটি থানার চিনাকুড়িতে দুষ্কৃতী হামলা। গুলিবিদ্ধ এক ব্যক্তি।
আজ সন্ধে সাড়ে ৬টা নাগাদ চিনাকুড়ির নুনিয়াবস্তিতে পানের দোকানে দাঁড়িয়েছিলেন সুজিত কুমার গৌর নামে এক ব্যক্তি। আচমকাই পিছন থেকে এসে শিখন্ডি পাশোয়ান নামে এক যুবক তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি সুজিতের কোমরে লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কুলটি থানার পুলিশ। গুলিবিদ্ধ সুজিতকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।