বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: অনলাইন সংস্থার নামে প্রতারণা!অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ১ লক্ষ টাকা!
অভিযোগ ৪ অক্টোবর একটি বহুজাতিক অনলাইন সংস্থা থেকে মেয়ের জন্য জামা কেনেন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মলঞ্চ এলাকার বাসিন্দা দীপঙ্কর চৌধুরী।
পরে জামাটি ছোটো হওয়ায় ফেরত দিতে চান।সেইমতো সংস্থার ডেলিভারি বয় আসে। কিন্তু প্রাইস ট্যাগ না থাকায় জামা ফেরত নিতে অস্বীকার করে। কাস্টমার কেয়ারে ফোন করতে বলা হয়। পরিবারের পক্ষ থেকে কাস্টমার কেয়ারে ফোন করলে কাস্টমার কেয়ার ফোন ধরেনি। মিনিট দশেক বাদে কাস্টমার কেয়ার থেকে ফোন আসে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জানতে চাওয়া হয়।একটি অ্যাপ ডাউনলোড করতেও বলা হয়।
অভিযোগ,সেই অ্যাপ ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন দফায় ৯৯ হাজার ৮৮০ টাকা উধাও হয়ে যায়।
খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করেছে প্রতারিত পরিবার। এখনও কেউ গ্রেফতার হয়নি।
অনলাইন সংস্থার নামে ‘প্রতারণা’! অ্যাপ ডাউনলোড করতেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় লক্ষ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2020 10:12 PM (IST)
মিনিট দশেক বাদে কাস্টমার কেয়ার থেকে ফোন আসে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জানতে চাওয়া হয়।একটি অ্যাপ ডাউনলোড করতেও বলা হয়।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -