পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার তালডাংরায় কৃষকদের নিয়ে আন্দোলনে প্রাক্তন সিপিআইএম বিধায়ক। দাম না পাওয়ার অভিযোগে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ। ন্যায্যমূল্যে ধান কেনা হচ্ছে না বলেও দাবি আন্দোলনকারীদের। এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।


কেন্দ্রের ৩ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমানায় লাগাতার আন্দোলন চালাচ্ছেন অন্নদাতারা। সেই আন্দোলনকে নীতিগত সমর্থন জানিয়েছে তৃণমূল। এই আবহে রাজ্য সরকারের দিকেই আঙুল তুললেন বাঁকুড়ার কৃষকরা। বৃহস্পতিবার তালডাংরায় রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখান তাঁরা। নেতৃত্বে ছিলেন তালডাংরার প্রাক্তন বিধায়ক তথা CPM নেতা মনোরঞ্জন পাত্র। 


বিক্ষোভকারী কৃষকদের দাবি, অত্যন্ত কম দামে আলু বিক্রি হওয়ায় তাঁরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতে শিবির করে ন্যায্যমূল্যে ধান কিনছে না রাজ্য সরকার।


এছাড়া ও পাট্টাদারদের জমি অবিলম্বে নথিভুক্ত করার দাবিও জানান তাঁরা। তালডাংরার সিপিআইএম নেতা ও প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্র জানান, ‘‘আলুর দাম না পাওয়ার জন্য রাজ্যে ইতিমধ্যে ৩ জন কৃষক আত্মহত্যা করেছেন। চলতি বছরে ৮ টাকার আলু ৪০ টাকায় বিক্রি হয়েছে। পঞ্জাবের আলু বীজের দামও ছিল আকাশছোঁয়া। আলু উৎপাদনের পরও চাষি দাম পাচ্ছেন না।’’


এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বাঁকুড়ার বিজেপি জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র জানান, ‘‘পুরোটাই তৃণমূল-সিপিআইএম গটআপ। বামেরা ৩৪ বছর শাসনের নামে শোষণ করে গেছে। আর এখন তৃণমূল, সিপিআইএম-এর ফেলে যাওয়া জুতোতে পা গলাচ্ছে ৷’’


অন্যদিকে তালডাংরার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মনসারাম লায়েক জানান, ‘‘ব্লক স্তরে ও পঞ্চায়েতগুলিতে মহিলাদের দ্বারা পরিচালিত সঙ্ঘ মারফৎ ধান কেনা হচ্ছে। বামেদের উচিৎ কৃষি ও কৃষকের স্বার্থে কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলা। প্রয়োজনে ওই আন্দোলনকে আমরা সহযোগীতা করতে প্রস্তুত ৷’’


এদিনই কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করে বাম-কংগ্রেস। এর মধ্যেই কৃষকদের নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামল সিপিএম। আসন্ন বিধানসভা ভোটে কৃষক ইস্যু বামেদের কতটা অক্সিজেন দেয় সেটাই এখন দেখার।