'সম্পর্ক' মানেননি , প্রাক্তন প্রেমিকার বিয়ের মুখে তাঁর বাবাকে ‘খুন’ যুবকের!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2018 09:08 PM (IST)
হুগলি: প্রাক্তন প্রেমিকার বিয়ে কি মেনে নিতে পারেনি? তাই কি প্রাক্তন প্রেমিকার বিয়ের আগে তাঁর বাবাকে খুন? খুন করে মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে?এমনটাই অনুমান হুগলির উত্তরপাড়া থানার পুলিশের। ঘটনার সূত্রপাত এ মাসের ৯ তারিখ। কোন্নগরের বাসিন্দা বছর ৫২’র বিশ্বনাথ দাসের মেয়ের বিয়ে ২৪ ফেব্রুয়ারি। ৯ তারিখ বাড়ি থেকে বেরিয়েছিলেন পাত্রীর বাবা। সেদিন থেকেই বেপাত্তা। উত্তরপাড়া থানায় মিসিং ডায়েরি করে পরিবার। পুলিশ জানতে চায়, কারও সঙ্গে কি শত্রুতা ছিল? তখনই উঠে আসে বছর সাতাশের পাড়ার যুবক পিন্টু সিংহের নাম। সূত্রের খবর, পুলিশের কাছে পরিবার জানায়, কয়েক বছর আগে মেয়ের সঙ্গে পিন্টুর সম্পর্ক তৈরি হয়। কিন্তু, মেয়ের বাবা সেই সম্পর্ক মেনে নেননি। বছর তিনেক আগে পিন্টু অন্য মেয়েকে বিয়ে করেন।কিন্তু, তারপরেও প্রাক্তন প্রেমিকার সঙ্গে তাঁর কথা বন্ধ হয়নি বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, এরই মাঝে তদন্তকারীরা জানতে পারেন, কোন্নগরের পেয়ারাবাগান চটকল এলাকায় একটি পরিত্যক্ত আবাসনে মত্ত কয়েকজন যুবকের মধ্যে গণ্ডগোল হচ্ছিল। সেখানে পিন্টুও ছিলেন। এরপরই, সোমবার সকালে পিণ্টুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, তখনই সে অপরাধের কথা স্বীকার করে নেয়। পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে এ দিন মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যে বাড়িতে আর ক’দিন পরে বিয়ের শানাই বাজার কথা, সেখানে এখন শুধুই কান্না।