উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার কদম্বগাছি থেকে চার বাংলাদেশিকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ধৃত সোহরাব হোসেন ও তার স্ত্রী অনুফা বিবি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। অপর ধৃত আখতারউদ্দিন জামানের বাড়ি যশোর ও ইউনিস আলির বাড়ি খুলনায়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৭টি প্যানকার্ড, ১২টি এপিক কার্ড, ৪টি আধার কার্ড, বারাসতের ব্যাঙ্কের ৮টি পাসবুক, ৪টি বার্থ সার্টিফিকেট, একটি ভারতীয় ও একটি বাংলাদেশি পাসপোর্ট।

উল্লেখ্য, বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ-উত্কণ্ঠা রয়েছে দীর্ঘদিন ধরেই। অনুপ্রবেশ বন্ধের জন্য বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু সে সবই যে বজ্র আটুনি, ফস্কা গেরো- তা আরও একবার প্রমাণ হল। যেখানে  দাবি করা হচ্ছে যে, রাজ্যের এক কোটি মানুষের আধার কার্ড নেই, সেখানে ধৃত বাংলাদেশিদের কাছে ৪ টি আধার কার্ড উদ্ধার করা হয়েছে। দেশের নাগরিকরা যেখানে নাগরিকত্বের প্রমাণপত্র পাচ্ছেন না, সেখানে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের হাতে তা চলে আসছে সহজেই। কীভাবে অনুপ্রবেশকারীরা এই সব পরিচয়পত্র এত সহজে কীভাবে যোগাড় করতে পারছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।