সনৎ ঝাঁ, কিশানগঞ্জ: আদালতের অ্যাডিশনাল সেশন জজ এবং অকশন অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা। ঘটনাটি ঘটেছে কিষাণগঞ্জে। প্রতারণার অভিযোগে দু-জনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি পুলিশের গোয়েন্দা বিভাগ। জানা গিয়েছে, সমীর কুমার দুবে নিজেকে কিষাণগঞ্জ আদালতের অ্যাডিশনাল সেশন জজ হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি সে নিজেকে অকশন অফিসার হিসেবেও পরিচয় দেয়। 

একটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। শিলিগুড়ি পুলিশ সূত্রে খবর, অকশনের বরাত পাইয়ে দেওয়ার নাম করে শিলিগুড়ির ৩ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৯১ লক্ষ টাকা নেন অভিযুক্ত। প্রতারণার অভিযোগ উঠেছে আরও একজনের বিরুদ্ধে। গোয়েন্দা পুলিশের হাতে পাকড়াও হয়েছেন ভুয়ো ওই জজের সহযোগীও। 

জানা গিয়েছে ওই সহযোগীর নাম ফায়েক আলম। শিলিগুড়ির দুই ব্যবসায়ীর কাছ থেকে যথাক্রমে ৪৫ লক্ষ এবং ৪১ লক্ষ টাকা নেওয়ার পাশাপাশি আরও এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শেষ নয় এখানেই, অভিযুক্তের বিরুদ্ধে ২০১৯ সাল থেকে কিশানগঞ্জে আরও পাঁচটি প্রতারণার মামলা রয়েছে বলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে।