কলকাতা: আজ থেকে বাড়বে গরমের দাপট। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় তৈরি হবে ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিস্থিতি। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৭-৩৮ ডিগ্রির মধ্যে।
পারদ ঊর্ধ্বমুখী হবে পশ্চিমাঞ্চলেও। তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রির ওপরে।উত্তরবঙ্গে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বীরভূমে আজ সকাল থেকেই চড়া রোদ। বেলা গড়ালে গরম আরও বাড়ার সম্ভাবনা। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায়, বাড়বে অস্বস্তি।
বাঁকুড়া জেলাতেও পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস। সকাল থেকে রয়েছে সূর্যের চোখ রাঙানি। বেলা বাড়লে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা।
পশ্চিম বর্ধমানের আসানসোলে আজ সকাল থেকেই চড়া রোদ রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ায়, তৈরি হয়েছে ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিস্থিতি। দুর্গাপুরে আংশিক মেঘলা থাকবে আকাশ। রোদ ততটা চড়া না হলেও অস্বস্তি বজায় রয়েছে।
আজ থেকে বাড়বে গরমের দাপট, বাতাসে জলীয় বাষ্প থাকায় ঘর্মাক্ত, অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 May 2017 09:15 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -