বুধবার সকাল থেকেই রাজ্যের আকাশ ছিল মেঘলা, কেমন থাকবে সারাদিনের আবহাওয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2018 11:44 AM (IST)
কলকাতা: সকাল থেকেই মেঘ-রোদের লুকোচুরি। বেলা গড়াতেই আকাশ কালো করে নামল বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মুষলধারে বৃষ্টি। পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শহরের পাশাপাশি, বৃষ্টি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া সহ বিভিন্ন জেলায়। বৃষ্টি হবে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও।