শিলিগুড়ি: কেন্দ্রের আগে লিটারে অন্তত ১০ টাকা পেট্রল, ডিজেলের দাম কমানো উচিত। এছাড়াও পেট্রপণ্যের ওপর থেকে সেস তুলে নেওয়া উচিত। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর পিটিআইয়ের। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি অন্তঃশুল্ক লিটারে দেড় টাকা কমানোর পাশাপাশি তেল কোম্পানিগুলিকেও ১ টাকা ছেড়ে দিতে বলেন অর্থাত মোট ২.৫০ পয়সা দাম কমানোর সিদ্ধান্ত জানান। রাজ্য সরকারগুলিকেও সমপরিমাণ দাম কমানোর ডাক দেন তিনি। তারপরই বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য একে একে ঘোষণা করে, তারা দাম কমাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রের সমালোচনা বহাল রেখে বলেন, ওদের অন্তত ১০ টাকা দাম কমানো উচিত পেট্রপণ্যের। কেন্দ্রের এই সরকার আমজনতার কল্যাণের কথা ভাবেই না। শুধু নিজেদের দলের (বিজেপি) কথাই ভাবে। শিলিগুড়িতে এক অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া দেন তিনি।
গত মাসেই মমতার সরকার দুই পেট্রপণ্যের দাম লিটারে এক টাকা করে কমিয়েছে।
পেট্রপণ্যের ওপর সেস প্রত্যাহারের দাবিও করেন মুখ্যমন্ত্রী। জ্বালানির দামে বৃদ্ধির ধাক্কায় অতিপ্রয়োজনীয় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঘটছে বলে জানান।