#ইসলামপুরকাণ্ডে বিজেপি ও আরএসএস-এর ডাকে ১২ ঘণ্টার বাংলা বন্‍‍ধ। বাংলা বন্‍‍ধ ব্যর্থ করতে, সর্বাত্মক বিরোধিতার ডাক তৃণমূলের। বনধের জেরে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি। ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। তবে শিল্পাঞ্চলে হাজিরা স্বাভাবিক। কলকাতায় দোকানপাট খোলা। যান চলাচল স্বাভাবিক। রাজ্যের বিভিন্ন জায়গাতেও খোলা রয়েছে দোকানপাট।

#বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধে উত্তর দিনাজপুরের ইসলামপুরে পুলিশের গাড়ি, বাস ভাঙচুর। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক অবরোধের চেষ্টা। পুলিশ সুপারের নেতৃত্বে এরিয়া ডমিনেশন। পুলিশের লাঠিচার্জ। ইসলামপুরের বিহারী মোড়ে প্রথমে টায়ার জ্বালিয়ে ও পরে লরি আটকে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেন বনধ সমর্থনকারীরা। ইসলামপুরের কলেজ মোড়ে সরকারি বাসে ভাঙচুর হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বাসের ট্যাঙ্কারে



#সকাল পৌঁনে দশটা নাগাদ তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায় খড়পুর বাসস্ট্যান্ডে। জোর করে বিজেপি কর্মীরা দোকানপাট বন্ধ করছিল ও গাড়ি আটকাচ্ছিল বলে অভিযোগ তৃণমূলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনায় এক বিজেপি কর্মী জখম হয়েছেন। তাঁকে খড়পপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক তিন বিজেপি কর্মী।

#কাশীপুর এলাকা থেকে এক মহিলা সহ ১১জন বনধ সমর্থনকারীকে গ্রেফতার করল পুলিশ। জোর করে দোকানাপাট বন্ধ করার অভিযোগ তাদের বিরুদ্ধে

#হাওড়া থেকে এসএসকেএমে রোগী নিয়ে আসার পথে একটি ট্যাক্সি ভাঙচুর হয় বলে অভিযোগ চালকের।

#মালদার রথবাড়ি ও সুকান্ত মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ। সকাল পৌনে ৮টা নাগাদ অবরোধ শুরু হয়। জোর করে বাস-টোটো, ট্রাক  আটকানোর চেষ্টা করে বনধ সমর্থকরা। গাজোলের ময়নাতেও ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়।

#পূর্ব বর্ধমানের কালনার নিভুজিবাজারে বিজেপির পথ অবরোধ। সকাল ৮টা থেকে পথ অবরোধ শুরু হয়। মিনিট চল্লিশ পর পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের হঠিয়ে দেয়। এলাকায় উত্তেজনা

#বীরভূমের কীর্ণাহারে বনধ ব্যর্থ করতে রাস্তায় নামে তৃণমূলের বাইক বাহিনী। বোলপুর শহরে বন্ধ দোকান খুলে দেন তৃণমূল কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। সেখানেও তৃণমূলের বাইক বাহিনী রাস্তায় নামে

#দুর্গাপুর স্টেশন বাজারে জোর করে দোকান বন্ধের চেষ্টা করে বনধ সমর্থকরা। সকাল পৌনে ৯টা নাগাদ এসডি মোড়ে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক অবরোধ করে তারা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষ্ণণ ঘোড়ুইসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ



# প্রায় স্বাভাবিক শিল্পাঞ্চল

# স্বাভাবিক সল্টলেকের সেক্টর ফাইভ। অন্যদিনের মতোই কাজে আসছেন তথ্যপ্রযুক্তিকর্মীরা। রেলের পরীক্ষা চলছে সেক্টরফাইবের একটি তথ্যপ্রযুক্তিকেন্দ্রে। পরীক্ষাকেন্দ্রে আসতে কোনও সমস্যা হয়নি বলে দাবি পরীক্ষার্থীদের।


# বিজেপির ডাকে বাংলা-বন্‍‍ধের শুরুতেই অশান্তি। হাওড়া ময়দানের কাছে শিয়ালদাগামী সরকারি বাসে ভাঙচুর বনধ সমর্থকদের। আতঙ্কিত যাত্রীরা।

# পশ্চিম মেদিনীপুরে সরকারি বাসে ভাঙচুর, আগুন। কোচবিহারেও সরকারি বাসে ভাঙচুর। আতঙ্কে যাত্রীরা।

# হাতে গোলাপ। পথে তৃণমূলকর্মীরা। বনধ উপেক্ষা করে রাস্তায় বেরনোয় হুগলির উত্তরপাড়ায় পথচারী ও দোকানদের মিষ্টিমুখ করান তৃণমূল কর্মীরা।

বিজেপির ডাকা বাংলা-বন্‍‍ধের শুরুতেই অশান্তি। হাওড়া ময়দানের কাছে শিয়ালদাগামী সরকারি বাসে ভাঙচুর বনধ সমর্থকদের। আতঙ্কিত যাত্রীরা।পশ্চিম মেদিনীপুরে সরকারি বাসে ভাঙচুর, আগুন। কোচবিহারেও সরকারি বাসে ভাঙচুর। আতঙ্কে যাত্রীরা।

অবরোধে বিপর্যস্ত রেল চলাচল। ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ। অবরোধ কোন্নগরেও। হাওড়া মেইন শাখায় ট্রেন চলাচলে প্রভাব।

বনধের জেরে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখায় রাত সাড়ে ৩টে নাগাদ বহড়ু স্টেশন, ভোর ৪টে নাগাদ গোচরণে, ভোর সাড়ে ৪টে নাগাদ মাধবপুর ও লক্ষ্মীকান্তপুর স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলা হয়। এছাড়াও, রাত সাড়ে ৩টে নাগাদ শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখায় ধানুয়া স্টেশন এবং শিয়ালদা-ক্যানিং শাখায় ভোর ৪টে নাগাদ বাতবেড়িয়া ও তালদি-ক্যানিংয়ের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলা হয়। সকাল ৬টা নাগাদ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর শাখায় দক্ষিণ বারাসাত স্টেশনে রেললাইনে স্লিপার ফেলে দেওয়া হয়।

সকাল সাড়ে ৬টা নাগাদ রেল অবরোধ শুরু হয় শিয়ালদা-ডায়মন্ড হারবার শাখার মল্লিকপুর ও সুভাষগ্রাম স্টেশনের মাঝে।


হুগলির কোন্নগর স্টেশনে বনধ সমর্থকদের রেল অবরোধ। অবরোধ শুরু হয় সকাল সাড়ে ৬টা নাগাদ। অবরোধের জেরে হাওড়া-বর্ধমান মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত।


হাওড়ার ফুলেশ্বরে রেল অবরোধ।


কোচবিহারের মড়াপোড়া চৌপথি এলাকায় সরকারি বাসে ভাঙচুর। সকাল সোয়া ৬টা নাগাদ কোচবিহার থেকে দিনহাটা যাচ্ছিল বাসটি। বনধ সমর্থকরা বাসের কাচ লক্ষ্য করে ঢিল ছোড়ে। আতঙ্কে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা

সরকারি বাসে আগুন লাগানোর ঘটনায় উত্তেজনা ছড়ায় মেদিনীপুরে। সকাল ৫টা ৪০ নাগাদ গির্জা কুইকোটার কাছে বাসে ভাঙচুর করে আগুল লাগান হয়। অভিযোগের তীর বনধ সমর্থকদের বিরুদ্ধে।

হাওড়া ময়দানের কাছে সরকারি বাসে ভাঙচুর। সকাল ৬টা নাগাদ শিয়ালদাগামী বাসে ভাঙচুর চালায় বনধ সমর্থকরা। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

উত্তর ২৪ পরগনার বারাসাতের টাকি রোডে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। প্রথমে বনধ সমর্থকদের হঠানোর চেষ্টা করে পুলিশ। পরে জোর করে অবরোধ তুলে দেয় তৃণমূল কর্মীরা। অভিযোগ,স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে মারধর করা হয় বনধ সমর্থকদের।

সকাল ৬টা থেকে শিয়ালদা-বনগাঁ শাখার অশোকনগর রোড, মধ্যমগ্রাম, ঠাকুরনগরে শুরু হয়েছে রেল অবরোধ। বন্ধ ট্রেন চলাচল।

সকাল সাতটা নাগাদ চন্দ্রকোণা রোড স্টেশনে অবরোধ। আটকে পড়ে ডাউন আদ্রা-হাওড়া শিরোমণি ফাস্ট প্যাসেঞ্জার।

সকাল সাতটা পাঁচ নাগাদ জলপাইগুড়ির দেবনগরে জোর করে সরকারি বাস আটকানোর চেষ্টার অভিযোগে ৪ বনধ সমর্থককে গ্রেফতার করে পুলিশ। সকাল সোয়া ৭টা নাগাদ ধূপগুড়িতে সরকারি বাস আটকানোর চেষ্টা করে বনধ সমর্থকরা। গ্রেফতার করা হয় বিজেপি কাউন্সিলর কৃষ্ণদেব রায়সহ ৫ জনকে।

হাওড়ার টিকিয়াপাড়ায় বেসরকারি বাসে ভাঙচুর। সকাল সাড়ে ৭টা নাগাদ বনধ সমর্থকরা বাস লক্ষ্য করে ইট ছোড়ে। আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পালিয়ে যান চালক।

পূর্ব মেদিনীপুরে মেচেদা স্টেশনে রেল অবরোধকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। সকাল সাড়ে ৭টা নাগাদ শুরু হয় অবরোধ। মিনিট দশেক অবরোধ চলার পর তৃণমূল কর্মীরা সেখানে যান। দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। অবরোধকারীদের মারধর করে হঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

বিজেপির বাংলা বনধে ইসলামপুরে উত্তেজনা। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, বন্ধ বাজার দোকান-পাট। পুলিশ দেখে হটল অবরোধকারীরা।

কলকাতায় দোকানপাট খোলা। যান চলাচল স্বাভাবিক। রাজ্যের বিভিন্ন জায়গায় দোকানপাট খোলা।