কলকাতা: করোনায় মৃত নন, আগামী ৪৮ ঘণ্টা এমন ব্যক্তির সৎকার হবে না নিমতলা শ্মশানে। এই সময়টুকু বন্ধ রাখা হবে সাধারণ দেহের শেষকৃত্য। রবিবার এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ফের শুরু হবে সমস্ত মৃতদেহের সৎকার প্রক্রিয়া।


হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ায় চাপ বেড়েছে নিমতলা শ্মশানে। সেই কারণে বৈদ্যুতিক চুল্লি রক্ষণাবেক্ষণের জন্য ২ দিন করোনা আক্রান্ত নন এমন ব্যক্তিদের সত্কার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।