সৌরভ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, এবিপি আনন্দ: নিজেকে শেষ করার আগে হোয়াটসঅ্যাপে প্রেমিককে আত্মহত্যার ছবি পোস্ট।শিউরে ওঠার মতো ঘটনাটি হুগলির উত্তরপাড়ার কোতরং কলোনি বাজার এলাকার। প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ মৃতার পরিবারের। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর।
মৃত রিমা পালের পরিবারের দাবি,মঙ্গলবার সন্ধেয় বাড়িতে একাই ছিলেন। সেই সময় রিমার সঙ্গে দেখা করতে আসেন প্রেমিক পঞ্চানন দাস।অভিযোগ, পঞ্চানন বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পরই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তরুণী। মৃতার দিদির অভিযোগ, পঞ্চানন প্রায়ই বাড়িতে আসত, টাকা চাইত বোনের কাছে...না দিলেই মারধর করত...বোনের মৃত্যুর জন্য পঞ্চাননই দায়ী।
যদিও এই অভিযোগ মানতে নারাজ পঞ্চাননের পরিবার। অভিযুক্তের মায়ের দাবি, পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় আত্মহত্যা করেছে রিমা।
মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করেছে উত্তরপাড়া পুলিশ।
অন্যদিকে, আসানসোলের নাগড়াসোতায় প্রেমে প্রত্যাখ্যাত হয়ে যুবকের আত্মহত্যা।
পুলিশ সূত্রে দাবি,মঙ্গলবার রাতে রাকেশ রজক নামে বছর পঁচিশের ওই যুবক স্থানীয় এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন।কিশোরী রাজি না হওয়ায় রাকেশ আগ্নেয়াস্ত্র বের করে নিজের পেটে গুলি করেন।হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই যুবকের।
মৃতের এক বন্ধু বলেছেন, রাতে মেয়েটিকে প্রপোজ করে রাজেশ। ও রাজি না হওয়ায় নিজেকে গুলি করে সে। আত্মহত্যা করার আগে বন্ধুদের ফোন করে ডাকে।
আসানসোল দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি পশ্চিমের দাবি,কিশোরী ও আত্মঘাতী যুবকের দুই বন্ধুর বয়ান নেওয়া হয়েছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ওই যুবক আত্মঘাতী হয়েছেন। ওই যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তরপাড়ায় হোয়াটসঅ্যাপে প্রেমিককে ছবি পোস্ট করে আত্মহত্যা তরুণীর, আসানসোলে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে পেটে গুলি চালিয়ে মৃত যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2020 07:40 PM (IST)
নিজেকে শেষ করার আগে হোয়াটসঅ্যাপে প্রেমিককে আত্মহত্যার ছবি পোস্ট।শিউরে ওঠার মতো ঘটনাটি হুগলির উত্তরপাড়ার কোতরং কলোনি বাজার এলাকার। প্রেমিকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ মৃতার পরিবারের। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -