দক্ষিণ ২৪ পরগনা: হাতুড়েকে দিয়ে অস্ত্রোপচার করাতে গিয়ে কিশোরীর মৃত্যু। ঘটনার পর বাসন্তীতে নার্সিংহোমে ভাঙচুর মৃতের পরিজনদের। অভিযুক্ত হাতুড়েকে গ্রেফতার করেছে পুলিশ।
হাতুড়ের হাতে শেষ হয়ে গেল আরও একটি প্রাণ! ক্ষোভ আছড়ে পড়ল অভিযুক্তের নার্সিংহোমে! পুলিশ সূত্রে খবর, অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের জন্য, শুক্রবার বিকেলে বাসন্তীর সড়বেরিয়া বাজারে, একটি নার্সিংহোমে ভর্তি করা হয় বছর চোদ্দর এক কিশোরীকে। শনিবার পেশায় হাতুড়ে চিকিৎসক তথা নার্সিংহোমের মালিক, হাফিজুল সাঁপুই নিজেই কিশোরীর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। কিন্তু অপারেশন টেবিলেই কিশোরীর মৃত্যু হয়।
কিশোরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই, উত্তেজনা ছড়ায় এলাকায়। অপারেশন থিয়েটার-সহ নার্সিংহোমের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায় মৃতের পরিজনরা। তাণ্ডবে সামিল হয় স্থানীয়দের একাংশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও কিশোরীর মৃত্যু নিয়ে ধৃত ব্যক্তি সাফাই দেওয়ার চেষ্টা করেছেন।
স্থানীয় সূত্রে খবর, গত সাত বছর ধরে নার্সিংহোমটি চালাচ্ছেন হাফিজুল। বাইরে থেকে চিকিৎসক আনলেও, নিজেও মাঝেমধ্যে অস্ত্রোপচার করতেন। জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অস্ত্রোপচারে মৃত্যু কিশোরীর, গ্রেফতার হাতুড়ে
Web Desk, ABP Ananda
Updated at:
06 Aug 2016 02:46 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -