ক্লাস চলাকালে মাথার ওপর খুলে পড়ল সিলিং ফ্যান, রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র
Web Desk, ABP Ananda | 06 Aug 2016 02:35 PM (IST)
বর্ধমান: ক্লাস চলাকালীন খুলে পড়ল সিলিং ফ্যান! মাথা ফাটল বর্ধমানের কাঁকসার স্কুল ছাত্রর। কড়া ব্যবস্থার আশ্বাস মহকুমাশাসকের। রোজকার মতো শনিবারও ও স্কুলে গিয়েছিল, ক্লাস করছিল। কিন্তু জখম হয়ে পঞ্চম শ্রেণির এই পড়ুয়ার ঠিকানা হল হাসপাতাল! এদিন বিকেলে কাঁকসা উচ্চ বিদ্যালয়ে শেষ পিরিয়ড চলছিল। ক্লাসে ছিল ছোট্ট রোহিতও। আচমকাই ক্লাসরুমের একটি সিলিং ফ্যান খুলে তার মাথায় পড়ে। রক্তাক্ত অবস্থায় ক্লাসেই লুটিয়ে পড়ে রোহিত। ঘটনার প্রেক্ষিতে মহকুমাশাসক জানিয়েছেন, যাদের গাফিলতিতে এই ঘটনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। রোহিতকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিনটি সেলাই পড়েছে।