দার্জিলিং: আগামীকাল সোমবার ইদ উপলক্ষে বনধে আংশিক শিথিলতা ঘোষনা করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬ পর্যন্ত রাস্তায় বেরিয়ে ধর্মীয় রীতিনীতি ও শুভেচ্ছা বিনিময় করতে পারবেন সেখানকার বিশেষ ধর্মাবলম্বীর মানুষরা। তবে দোকান বাজার বন্ধ থাকবে।





এদিকে মোর্চার ডাকা অনির্দিষ্টকালের বনধের আজ ১১ দিন। বনধের জেরে পাহাড়ে অচলাবস্থা অব্যাহত।খোলেনি দোকান পাট। বন্ধ রয়েছে যান চলাচল। আজও দার্জিলিংয়ের চকবাজার থেকে মিছিল করেন মোর্চা সমর্থকরা। দার্জিলিং সদর থানা, জেলা শাসকের দফতর হয়ে সিংমারিতে মোর্চার দলীয় কার্যালয়ে পৌঁছয় মিছিল। সেখানে যুব ও নারী মোর্চার সদস্যরা মিছিলের সামনে বক্তব্য রাখেন।

মঙ্গলবার দার্জিলিং-এ টিউবলাইট নিয়ে মিছিল করবে গোর্খা সমর্থকরা।ওই দিনই জিটিএ-র ত্রিপাক্ষিক চুক্তিপত্র পোড়ানোর কর্মসূচী নেওয়া হয়েছে।