দার্জিলিং ও উত্তর দিনাজপুর: দেড় মাস পেরিয়ে গেলেও পাহাড়ে অব্যাহত অচলাবস্থা। ভাঙচুর-সংঘর্ষ-আগুন। উত্তাপ ছড়িয়েছে সমতলেও। এই পরিস্থিতিতে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে এবার অনশনে বসল গোর্খা জনমুক্তি মোর্চা।
মঙ্গলবার সুকনা মোড়ে মিছিল করে এসে রিলে অনশনে বসেন নারী মোর্চার ৮ জন সদস্য। বুধবার যোগ দেবে যুব মোর্চা। পাহাড় ইস্যুতে কেন্দ্র হস্তক্ষেপ না করলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মোর্চা নেতারা।
এই প্রেক্ষিতে এদিন, উত্তর দিনাজপুরের চোপড়া থেকে এদিন ফের পাহাড়ে শান্তি ফেরানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। পাহাড়-জট কাটাতে ত্রিপাক্ষিক বৈঠকের দাবি তুলেছে
এদিকে, এরই মাঝে জলপাইগুড়ির মালবাজারে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের পর, রাস্তায় দাঁড়িয়ে থাকা লরিতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে। মোর্চা তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে।