হাওড়া: হাওড়ার ব্যাঁটরায় স্কুলপড়ুয়ার রহস্য-মৃত্যু। মামাবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। খুন, না কি আত্মহত্যা, তদন্তে পুলিশ।
অভাবের সংসার। বোনের অনুরোধে ভাগ্নের পড়াশোনার দায়ভার নিয়েছিলেন মামা। কিন্তু অভিযোগ, পড়াশোনায় অমনোযোগী হওয়ার অজুহাতে ভাগ্নে শান্তনু রুইদাসের উপর নির্মম অত্যাচার চালাত মামার বাড়ির লোকেরা।
আর এরই মাঝে মঙ্গলবার দুপুরে মামাবাড়ির শৌচাগার থেকে ষষ্ঠ শ্রেণির ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ। শান্তনুর বাবা-মায়ের অভিযোগ, তাদের সন্তানকে খুন করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে মামার দাবি, পড়াশোনায় অমনোযোগী হওয়ায় বকাবকির জেরেই আত্মহত্যা করেছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পড়াশোনা না করায় ভাগ্নেকে ‘খুন’ মামার, বকাবকি করায় আত্মহত্যা, দাবি অভিযুক্তের
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2017 08:54 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -