দার্জিলিং: পাহাড়ে আগুন জ্বলছিলই, এবার আগুন জ্বলল সমতলের রাস্তায়। যেখানে হামলার অভিযোগ উঠল রাজ্যের পর্যটনমন্ত্রীর ওপর! আক্রান্ত হল পুলিশও!
বৃহস্পতিবার ছিল নেপালি কবি ভানুভক্তের জন্মদিন। সেই উপলক্ষ্যে সরকারি উদ্যোগে শিলিগুড়ির কাছে পানিঘাটায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী গৌতম দেব। কিন্তু পানিঘাটার ২ কিমি আগে থেকেই রাস্তার বিভিন্ন জায়গায় অবরোধ করে মোর্চা। চলে বিক্ষোভ। এর জেরে আর গন্তব্যে যাওয়া হয়নি মন্ত্রীর। রাস্তার ওপরেই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই কবি ভানুভক্তের প্রতি শ্রদ্ধা জানান গৌতম দেব। বলেন, আন্দোলনের নামে গুন্ডামি হচ্ছে।
কদমা মোড়, ত্রিহানা মোড়েও একই ভাবে রাস্তার ওপর ভানুভক্তের জন্মদিন পালন করা হয়। এসব সেরে মন্ত্রী যখন বিধাননগর ফিরছিলেন, তখন পানিঘাটায় পুলিশের ওপর হামলা হয়। চলে ইটবৃষ্টি। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। যদিও প্রতিরোধের পথে হাঁটেনি পুলিশ। মোর্চার অবশ্য দাবি, পর্যটনমন্ত্রীর ওপর হামলায় তাদের যোগ নেই।
এদিনই, সুকিয়াপোখরিতে ৬০টি পরিবার তৃণমূল ছেড়ে জিএনএলএফে যোগ দিয়েছে। এদিকে, মোর্চা নেতৃত্বের দাবি, শুক্রবার তাদের দলে যোগ দেবেন দার্জিলিং পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চুংচুং ভুটিয়া। মোর্চা সূত্রে খবর, বুধবার দলবদলের বিষয়ে বিমল গুরুংয়ের সঙ্গে চুংচুং ভুটিয়ার কথা হয়।
পানিহাটায় পর্যটনমন্ত্রী গৌতম দেবের গাড়িতে হামলা, পুলিশের গাড়িতেও ভাঙচুর মোর্চার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jul 2017 11:22 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -