ট্রেন্ডিং

বিয়ে, রাজনীতি, প্রেম…বরাবরই ‘ট্রাবলমেকার’ তেজপ্রতাপ, বড় ছেলেকে জীবন থেকেই বাদ দিলেন লালুপ্রসাদ!

চিপস চুরির অপবাদের ঘটনায় পাঁশকুড়া থানায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর মৃত পড়ুয়ার মায়ের

ভাটপাড়ায় অর্জুন সিংহের সঙ্গে তিরঙ্গা যাত্রায় যোগদান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে হিন্দু নির্যাতন? প্রতিবাদে পোস্টার পড়ল উত্তরপ্রদেশে, জন আক্রোশ যাত্রার ডাক

টাকার বিনিময়ে ভোটার! বিস্ফোরক অভিযোগ কাকদ্বীপের তৃণমূল বিধায়কের
১৯ দিন পার, এখনও রাস্তায় চাকরিহারা শিক্ষকরা। সল্টলেক সেন্ট্রাল পার্কে সরছে ধর্নাস্থল
অর্থমন্ত্রীর ভাষণের সরাসরি সম্প্রচার, আমার বেলায় হল না কেন, ট্যুইটে ক্ষোভ রাজ্যপালের
এবার বাজেট অধিবেশনের সম্প্রচার নিয়ে সংঘাতে রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করলেন বিধানসভায়। অর্থমন্ত্রীর বাজেট পেশের সরাসরি সম্প্রচার দেখা গেল টেলিভিশনে।
Continues below advertisement

কলকাতা: এবার বাজেট অধিবেশনের সম্প্রচার নিয়ে ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে রাজ্যপাল জগদীপ ধনকড়। সোমবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বাজেট পেশ করলেন বিধানসভায়। অর্থমন্ত্রীর বাজেট পেশের সরাসরি সম্প্রচার দেখা গেল টেলিভিশনে। এই ঘটনা নিয়েই ট্যুইট মারফত্ রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল। তিনি বলেছেন, অর্থমন্ত্রীর বাজেট ভাষণ সরাসরি সম্প্রচারিত হল। অথচ, গত সাত ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণ সম্প্রচার করা হয়নি।
উল্লেখ্য, বাজেট অধিবেশনের শুরুর আগে রাজ্যপালের বক্তব্য ঘিরে নবান্ন ও রাজভবনের সংঘাতের আশঙ্কা দানা বেঁধেছিল।
বাজেট অধিবেশনে সংশ্লিষ্ট রাজ্য সরকারের দেওয়া লিখিত ভাষণই সাধারণত পাঠ করেন রাজ্যপালেরা। এত দিন ধরে চলে আসা সেই প্রথায় তিনি পরিবর্তন ঘটাবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন, রাজ্যপালের ভাষণের মাধ্যমে সরকার নিজের নীতি নিয়ে কথা বলতেই পারে। কিন্তু তার উপর ‘টিপ্পনী’ দেওয়ার অধিকার রয়েছে তাঁর। প্রয়োজনে বিধানসভায় দাঁড়িয়ে নিজের মতামত এবং পর্যবেক্ষণ জানাবেন তিনি। তাঁর এই ঘোষণা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। প্রশ্ন ওঠে, তাহলে কি ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে সঙ্ঘাতের পথে যেতে চলেছেন রাজ্যপাল?
কিন্তু শেষপর্যন্ত অবশ্য সরকারের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটেননি রাজ্যপাল। রাজ্য সরকারের দেওয়া লিখিত ভাষণই হুবহু পাঠ করে শোনান তিনি। তবে এ বার রাজ্যপালের ভাষণের সময়ে অধিবেশনে প্রবেশ নিষিদ্ধ ছিল ক্যামেরার।
ভাষণ দেওয়ার পর বিধানসভা চত্বরে সৌজন্য ও সৌহার্দ্যের আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাসিমুখে দেখা গিয়েছিল তাঁকে।
এদিন অর্থমন্ত্রীর বাজেট ভাষণের পর টেলিভিশন সম্প্রচার নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল। তাঁর ট্যুইট, ‘রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর ভাষণ সরাসরি সম্প্রচার করা হল। কিন্তু ১৭৬ ধারায় রাজ্যপালের ভাষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় সম্প্রচার হল না,সংবাদ মাধ্যমকেও দূরে রাখা হল।রাজ্যের মানুষের উপরেই বিচারের ভার দিলাম’।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে