কলকাতা: পুরভোট (Municipal Election) নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commissioner) কড়া চিঠি রাজ্যপালের (Governor)। চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar) লেখেন, “সাংবিধানিক ক্ষমতা থাকা সত্ত্বেও সরকারের পথেই হাঁটছে কমিশন। পুরভোট নিয়ে রাজ্য সরকারের পথেই চলছে রাজ্য নির্বাচন কমিশন। আমার কাছে এব্যাপারে বিস্তারিত তথ্য আছে।‘’ এদিন রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পরই এই চিঠি দেন রাজ্যপাল।
এদিন চিঠিতে তিনি উল্লেখ করেন, “রাজ্য সরকারের অঙ্গ হিসেবে কাজ করলে সংবিধানের অবমাননা। সংবিধানের অগ্রাধিকার সুনিশ্চিত করুন, আপস নয়। এর আগে একসঙ্গে পুরসভার ভোট চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।’’ ”একসঙ্গে ভোটের জন্য সার্বিকভাবে একই দাবিও উঠছে। এর থেকে সরে যাওয়ার যৌক্তিকতা নেই।’’ চিঠিতে লিখলেন রাজ্যপাল।
মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। সূত্রের খবর, কেন শুধু কলকাতা ও হাওড়ার পুরভোট, বকেয়া বাকি পুরসভাগুলির ভোট কেন একসঙ্গে করানো হচ্ছে না? তা জানতে চান রাজ্যপাল। যেখানে ভোট বাকি রয়েছে, সেখানে দ্রুত ভোট করানোর পরামর্শ দিয়েছেন তিনি। এদিন রাজ্যপাল-কমিশনের বৈঠকের পরে ট্যুইট করেন জগদীপ ধনকড়। "নিরপেক্ষভাবে কাজ করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। রাজ্য নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে হবে। জাতীয় নির্বাচন কমিশনের মতোই ক্ষমতা আছে রাজ্য নির্বাচন কমিশনের।''
পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। এবার এরমধ্যে ঢুকে পড়লেন রাজ্যপালও। রাজ্য সরকার চাইছে ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট হোক। কিন্তু, বিজেপি চাইছে বকেয়া সব পুরভোট একসঙ্গে হোক। এবার রাজ্যপালও বললেন, বকেয়া সব পুরসভার ভোট একসঙ্গে করা উচিত।প্রথমে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে মুখোমুখি বৈঠক। তারপর ট্যুইট বার্তা। আর ট্যুইটের পরই রাজ্য নির্বাচন কমিশনকে চিঠিও দেন তিনি। বারবার সাংবিধানিক দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিলেন রাজ্যপাল।