কলকাতা: এবার ‘মা ক্যান্টিনে’ ( Maa Canteen) বরাদ্দ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankar)। তিনি তাঁর প্রশ্নের জবাব চেয়ে অর্থ দফতরের প্রধান সচিবকে চিঠি লিখেছেন। ‘১ এপ্রিল, ২০২১ থেকে প্রকল্প চালু হওয়ার কথা। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল ১০০ কোটি টাকা। কিন্তু দেড় মাস আগে থেকেই কীভাবে চালু হল প্রকল্প? ‘মেয়াদের আগে প্রকল্প শুরুর টাকা কীভাবে বরাদ্দ হল?’ জানতে চেয়ে অর্থ দফতরের প্রধান সচিবকে চিঠি দিয়েছেন রাজ্যপাল।এক সপ্তাহের মধ্যে জবাব তলব করেছেন রাজ্যপাল।
এ ব্যাপারে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, রাজ্য সরকার একমাত্র দায়বদ্ধ বিধানসভার কাছে। সেখানেই যা জবাব দেওয়ার তা দেওয়া হবে। রাজ্যপাল অবান্তর কথাবার্তা বলছেন।
এর আগে পেগাসাসকাণ্ড নিয়ে রাজ্যের কাছে সব তথ্য চেয়েও পাননি বলে ট্যুইটারে অভিযোগ করেছিলেন রাজ্যপাল। জগদীপ ধনকড় ট্যুইটে লিখেছিলেন, মুখ্যসচিবকে জানিয়েও পেগাসাসকাণ্ডে কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি থেকে শুরু করে কোনও তথ্য মেলেনি। ১৮ ডিসেম্বরের মধ্যে ওই তথ্য পাঠানো হোক।
উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে চমক ছিল ‘২১-এ অন্নপূর্ণা’। ২১-এর বিধানসভা ভোটের আগে জয়ললিতার আম্মা ক্যান্টিনের ধাঁচে রাজ্যে চালু হয়েছিল ‘মা ক্যান্টিন’। যেখানে ৫ টাকায় পেট ভরে দুপুরের খাবারের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মাত্র ৫ টাকা দিলেই পাতে পড়ছে ভাত, ডাল একটি তরকারি ও ডিমের ঝোল ৷
সমাজের পিছিয়ে পড়া মানুষ ও দুঃস্থদের জন্য এই প্রকল্পটি চালু হয়েছে। যাঁরা এই মা ক্যান্টিনে আসছেন তাঁরা জানাচ্ছেন, এই সময়ে এত সস্তা দরে খাবার সত্যি অকল্পনীয়। তাঁরা বলেছেন, প্রত্যেকদিন এইভাবে খাবার দিলে তাঁদের মতো পিছিয়ে পড়া মানুষদের আর কোনও অসুবিধা থাকবে না।
কয়েকদিন আগে কলকাতা পুরভোটের প্রচারেও মা ক্যান্টিনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীতে আরও ক্যান্টিনের সংখ্যা বাড়ানো নিয়ে কথা বলতে দেখা যায় মমতাকে। তিনি বলেন, ''মাত্র ৫ টাকায় মা ক্যান্টিন চালু করেছি। শুধুমাত্র কলকাতাতেই ১২৩টি মা ক্যান্টিন রয়েছে। নিজেও ভেবেছি একদিন খেতে যাব। আগামীতে তা আরও বাড়ানো হবে।''