কলকাতা: রেষারেষির জেরে বাস দুর্ঘটনায় লাগাম পরাতে বেসরকারি বাস ও মিনিবাস থেকে কমিশন প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মালিকদের একাংশ একাংশ এই সিদ্ধান্ত সমর্থন করেছে। আরেক অংশ চেয়েছে এ ব্যাপারে স্পষ্ট নির্দেশিকা।
বর্তমানে বাসের চালক ও কন্ডাক্টররা বেতনের সঙ্গে দৈনিক কমিশন পান। সারা দিনে বাসে যা টিকিট বিক্রি হয় তার ১২ শতাংশ কমিশন হিসেবে পান চালক, ৬ শতাংশ করে পান দুই কন্ডাক্টর। যত বেশি টিকিট বিক্রি তত বেশি কমিশন। ফলে, কমিশনের অঙ্ক বাড়াতে বেশি যাত্রী তোলার লক্ষ্যে শুরু হয় বাসে বাসে রেষারেষি। ঘটে দুর্ঘটনা।
এই দুর্ঘটনার রেশ টানতে বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন বাস মালিকদের সংগঠনের সদস্য, ট্রাফিক পুলিশের আধিকারিক ও পরিবহণ কর্তারা।
ঠিক হয়েছে, কমিশন প্রথা তুলে দিয়ে নির্দিষ্ট বেতন চালু করা হবে বাসকর্মীদের।
পাশাপাশি বৈঠকে একটি কমিটি গঠন করা হয়। এবার থেকে ওই কমিটিই ঠিক করবে রুট পারমিট ও টাইম টেবল তৈরির কাজ।
দুর্ঘটনায় লাগাম পরাতে বেসরকারি বাস ও মিনিবাস থেকে কমিশন প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য
ABP Ananda, Web Desk
Updated at:
29 Jun 2018 08:54 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -