শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের সঙ্গে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার সাক্ষাৎ। তা নিয়ে কোচরাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা তুঙ্গে। লোকসভা ভোটের আগে রাজবংশী ভোটের অঙ্ক মাথায় রেখেই কি ঘুটি সাজাচ্ছে তৃণমূল? উঠছে প্রশ্ন।
সোমবার কোচবিহারের গোসানিমারির কামতেশ্বরী মন্দিরে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার সঙ্গে দেখা হয় অনন্ত রায়ের। তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে? কোনও রাজনৈতিক অঙ্ক আছে কি না - এই সব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজনীতির অলিন্দ্যে।
জগদীশ বর্মা বাসুনিয়া বলেছেন,উনি আমার পরিচিত। ওনার আত্মীয়র বাড়ি আমার বাড়ির কাছে। খোঁজখবর নিলেন, কেমন আছেন ওরা। কামতেশ্বরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন বলেই ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সৌজন্য সাক্ষাৎ ছিল মাত্র। তিনি আমার কাছে ভক্তদের জন্য বিশ্রামাগার আর ছাউনি করে দেওয়ার আবেদন জানিয়েছে। আমি বলেছি পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলে দেখব। কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।
এ বিষয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের বক্তব্য, জগদীশ বর্মা বাসুনিয়ার কোনও পরিচয় ছিল না। ওনাকে আমি আগে দেখিওনি। উনিই মন্দিরে এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলেন এবং নিজের পরিচয় দেন। শুধু পরিচয় হয়েছে। তার বেশি কথা হয়নি।
বঙ্গ বিধানসভা ভোটের আগে কোচবিহার থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন অমিত শাহ। তার আগে অসমের চিরাংয়ে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি।দিনহাটায় বিজেপির হয়ে নির্বাচনী প্রচারেও অংশ নেন অনন্ত রায়।
সূত্রের খবর, সেই অনন্ত রায়ের সঙ্গেই সপ্তাহ দুয়েক আগে দেখা করেন তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এবার সাক্ষাৎ সিতাইয়ের তৃণমূল বিধায়কের সঙ্গে। তবে কি উত্তরবঙ্গে বিজেপির রমরমার মধ্যে, রাজবংশী ভোটের অঙ্ক মাথায় রেখেই ঘুটি সাজাচ্ছে তৃণমূল? তাই কি অনন্তর সমর্থন আদায়ের চেষ্টা?
যদিও, এরকম কোনও সম্ভাবনা খারিজ করেছে বিজেপি।কোচবিহার বিজেপির সভানেত্রী তথা তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় বলেছেন,উনি আমাদের সঙ্গেই আছেন। বিজেপির সঙ্গে আছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের সঙ্গে সব সময় যোগাযোগে আছেন।