তৃণমূলে যোগ জিটিএ চেয়ারম্যানের, 'ঘর ভেঙে' মোর্চাকে কড়া বার্তা মমতার

Continues below advertisement
শিলিগুড়ি: শিলিগুড়ির সুকনায় দাঁড়িয়ে গোর্খা জনমুক্তি মোর্চাকে কড়া বার্তা দিলেন মতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, পাহাড়ের শান্তি বজায় রাখতে তাঁর সরকার কঠোর ব্যবস্থা নেবে। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ের মানুষ শান্তি চায়। নির্বাচন এলেই পাহাড়ে আন্দোলনের হুমকি দেওয়া হয়। পাহাড়ের মানুষ এ সব বরদাস্ত করবে না। পাহাড়ে সশস্ত্র আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে। এরকম হলে সরকার আইন মেনে কঠোর ব্যবস্থা নেবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় মোর্চাকে হুঁশিয়ারি। তো আরেক দিকে, মোর্চার ঘর ভাঙা। এবার ঘাস ফুল ফুটল পাহাড়ে। তৃণমূলে যোগ দিলেন মোর্চার সহ সভাপতি এবং জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান। জার্সি বদল করে তাঁর অভিযোগ, জিটিএতে দুর্নীতি হচ্ছে। তৃণমূলের দার্জিলিঙ জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের উপস্থিতিতে এ দিন মোর্চা ছেড়ে তৃণমূলে যোগ দেন জিটিএ চেয়ারম্যান। এরপরই মোর্চা সভাপতির বিরুদ্ধে সুর চড়ান যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস। বলেন, ভোট এলেই বিমল গুরুং বলে ভিআরএস নিতে চাই। এবার তাঁকে পারমানেন্টলি ভিআরএস দিয়ে দেবে। নভেম্বর-ডিসেম্বরে, দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পঙ ও মিরিখ, পাহাড়ের এই চারটে পুরসভায় ভোট হওয়ার কথা। এর মধ্যে বিধানসভা ভোটের নিরিখে কার্শিয়ং ও কালিম্পঙ পুরসভায় এগিয়ে তৃণমূল। পাহাড়ের তিনটি বিধানসভা কেন্দ্রেই এবার তৃণমূলের ভোট, গত লোকসভা ভোটের থেকে অনেকটাই বেড়েছে। ২০১৪ লোকসভা ভোটের নিরিখে, পাহাড়ের তিনটি বিধানসভা কেন্দ্র তৃণমূল পেয়েছিল প্রায় ২০ শতাংশ ভোট। যা এবার বিধানসভা ভোটে বেড়ে হয়েছে প্রায় ৩৪ শতাংশ। পর্যবেক্ষকদের একাংশের মতে, এতে যথেষ্ট চাপে মোর্চা সভাপতি। এর মধ্যে মুখ্যমন্ত্রী এক এক করে ১০টি নতুন বোর্ড গঠনের ঘোষণা, বিমল গুরুঙের রক্তচাপ আরও বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে, জিটিএ চেয়ারম্যান তথা মোর্চার শীর্ষ নেতা, প্রদীপ প্রধানের দল ছেড়ে তৃণমূলে যোগদান, মোর্চার কাছে ধাক্কা।
Continues below advertisement
Sponsored Links by Taboola