কার্শিয়ং: খাদের ধারে কুয়াশায় মোড়া পাহাড়ের বুকে ছোট্ট জনপদ। আর সেই পথেই একদিকে তামাং অনুগামীদের মিছিল, আরেকদিকে গুরুংপন্থীদের স্লোগান।
মঙ্গলবার আজ সকাল সাড়ে দশটা নাগাদ দার্জিলিঙের কার্শিয়ঙে চরম উত্তেজনা। বনধের বিরোধিতায় এদিন কার্শিয়ঙের গিদ্দা পাহাড়ের মন্দির থেকে মিছিল শুরু করেন বিনয় তামাংয়ের অনুগামীরা। নেতৃত্বে ছিলেন সদ্য মোর্চা থেকে বহিষ্কৃত নেতা অনীত থাপা। বমধের সমর্থনে পাল্টা মিছিল করেন বিমল গুরুংয়ের অনুগামীরা। এক সময়ে একই রাস্তায় চলে আসে দু’পক্ষ। কার্শিয়ং স্টেশনের সামনে সমান্তরালভাবে চলতে থাকে দুটি মিছিল। স্লোগান দিতে থাকেন গুরংপন্থীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
যদিও শেষমেষ অপ্রীতিকর কিছু ঘটেনি। এরই মধ্যে এদিন বনধ উপেক্ষা করে মিরিকেও দোকানপাট খুলেছে। যদিও আশঙ্কার মেঘ যে এখন গাঢ়, হাতেনাতে মিলেছে তার প্রমাণ।