করুণাময় সিংহ, মালদা: ফের বিজেপিতে ভাঙন। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল পঞ্চায়েত। একমাত্র সদস্য যোগ দিলেন তৃণমূলে। দলবদলের জেরে কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসক দল। তবে এবিষয়ে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। 


বিধানসভা ভোটের পর থেকে পঞ্চায়েত স্তরে অব্যাহত দলবদল। যার হাত ধরে ফের পঞ্চায়েত দখলের হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের শাসক দল। এবার মালদা হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের শক্তি বাড়ল। গত সোমবার ওই পঞ্চায়েতের একমাত্র বিজেপি সদস্য যোগ দেন তৃণমূলে। 


হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গোল পঞ্চায়েতের বিজেপিত্যাগী তৃণমূল নেতা ও সদস্য অমল সাহা জানিয়েছেন, 'বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না। তাই তৃণমূলে যোগ দিলাম।'


উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে ১৩টি আসনের মধ্যে ৯টিতে জিতে পঞ্চায়েত দখল করে কংগ্রেস। তৃণমূল ৩টি ও বিজেপি জয়ী হয় ১টি আসনে। বেশ কিছুদিন আগে একজন কংগ্রেস সদস্য তৃণমূলে যোগ দেন। এবার বিজেপির একমাত্র সদস্য দলবদল করায় তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হল ৫। এই দলবদলের পরই পঞ্চায়েত দখলের হুঁশিয়ারির পাশাপাশি, প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হবে বলেও জানিয়েছে তৃণমূল। 


মালদার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান, ওই পঞ্চায়েত কয়েকদিনের মধ্যেই দখল করব। প্রধানের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাই সদস্যরা চাইছেন না প্রধান থাকুক। তাই অনেকেই তৃণমূলে আসতে চাইছেন। যদিও তৃণমূলের এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ও কংগ্রেস। 


হরিশ্চন্দ্রপুরের বিজেপির মণ্ডল সভাপতি রূপেশ আগরওয়াল জানিয়েছেন, মুকুল রায়ের মতো নেতাও দলত্যাগ করেছেন। অনেকেই হাওয়ায় এসেছিলেন। তাঁরাই চলে যাচ্ছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না।


কংগ্রেস নেতা ও প্রধান বিমান বসাকের কথায়, 'ভয় ও প্রলোভন দেখিয়ে দলবদল করানো হচ্ছে। এর আগেও পঞ্চায়েত দখল করবে বলে দাবি করেছিল তৃণমূল। এখনও সেই দাবি করছে। সময় এলে সব বোঝা যাবে।' ভিঙ্গোল পঞ্চায়েত দখল করতে হলে আরও ২টি আসন প্রয়োজন তৃণমূলের। আবার কি দলবদল হবে? নাকি গড় ধরে রাখবে কংগ্রেস? তা নিয়ে বাড়ছে জল্পনা।