সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বিজেপি করায় হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধএ। চুঁচুড়ার প্রতাপপুরের ঘটনা। তবে সৌজন্যর নজির গড়ে আতঙ্কিত ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছে বিজেপি কর্মীর পরিবার। যদিও এই ঘটনাকে তৃণমূলের নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। 


বিজেপি করায় দেওয়া হচ্ছে হুমকি। আতঙ্কিত বিজেপি কর্মী দীপক দত্তর কাতর আবেদন পেয়ে, সাহায্যের হাত বাড়ালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। আতঙ্কিত ব্যক্তিকে আশ্বস্ত করতে আজ বুধবার তিনি পৌঁছে যান চুঁচুড়ার প্রতাপুরে ওই বিজেপি কর্মীর বাড়িতে। বিধায়ককে দেখেই ছুটে আসে, বিজেপি কর্মীর স্কুলপড়ুয়া মেয়ে। বাঁচানোর আর্তি জানিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। 


স্কুলছাত্রীকে কোলে নিয়ে তৃণমূল বিধায়ক আশ্বাস দেন, তিনি পাশে আছেন। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানিয়েছেন, 'গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনও দল করতে পারে। আমি ওদের বলেছি কেউ হুমকি দিলে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে। যদি আমায় ফোন করে কারও নাম বলা হয় আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব।'


চুঁচুড়ার প্রতাপপুরে ব্যবসায়ী দীপক দত্ত এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। গত দশ দিন ধরে তাঁর কাছে হুমকি ফোন আসছে বলে অভিযোগ। শেষ পর্যন্ত তৃণমূল বিধায়ক পাশে দাঁড়ানোয় আশ্বস্ত তিনি।


বিজেপি কর্মী দীপক দত্ত জানিয়েছেন, 'আমি বিজেপি করতাম। হঠাৎ আমায় হুমকি দেওয়া হচ্ছে। তৃণমূল বিধায়ককে এই বিষয়ে জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন পাশে থাকার। আশা করি, আর কিছু হবে না।' তবে এই গোটা ঘটনাকে তৃণমূলের নাটক বলেই দাবি করেছে জেলা বিজেপি।


বিজেপি যুব মোর্চার সুরেশ সাউ-এর দাবি, জেলা তৃণমূল নেতৃত্ব লোক পাঠিয়ে এ কাজ করছে। পরে বলছে পাশে আছি। এ সব নাটক, অভিনয় তৃণমূলের সত্যিই কি আতঙ্কিত বিজেপি কর্মীদের পাশে তৃণমূল, নাকি, বিজেপির অভিযোগ অনুযায়ী এসব ‘নাটক’ তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।