কলকাতা: সিঙ্গুরে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞতার কথা জানতে চায় বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এ জন্য মমতাকে আমন্ত্রণ করতে আগ্রহী তারা। এমনটাই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েন। তিনি বলেছেন, সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষক বিক্ষোভের পাশাপাশি ওই আন্দোলনের অন্যান্য দিক সম্পর্কে জানতেও হার্ভার্ড আগ্রহী।

কিছুদিন আগে আমেরিকা সফরে গিয়েছিলেন ডেরেক ও ব্রায়েন। তিনি বলেছেন, তখন হার্ভার্ডের কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের ছাত্রছাত্রীদের সঙ্গে তাঁর আলোচনা হয়। মূলত সিঙ্গুর আন্দোলনের ওপর বক্তৃতা দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই আন্দোলনের নানা সামাজিক-রাজনেতিক প্রেক্ষিত নিয়ে কথাবার্তা হয়, সপ্তাহ কয়েক আগে সুপ্রিম কোর্টের সিঙ্গুরের জমি অধিগ্রহণ সংক্রান্ত ঐতিহাসিক রায়ও বক্তৃতায় ছুঁয়ে যান ডেরেক। তখনই ছাত্রছাত্রীরা বলেন, আগামী ফেব্রুয়ারিতে ভারতকে নিয়ে তাঁদের যে বার্ষিক অনুষ্ঠান হতে চলেছে, তাঁরা চান, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিন।

যদিও ডেরেক মন্তব্য করেছেন, ওই সময়টা মমতা হার্ভার্ডের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন বলে মনে হয় না, কারণ, আগামী বছরের শেষের দিকে আমেরিকা যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তখন বোস্টন যেতে পারেন তিনি। এই বোস্টনেই রয়েছে হার্ভার্ড ও এমআইটি-র মত বিশ্ববরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠান।

ডেরেক অবশ্য সিঙ্গুরের জমি আন্দোলন নিয়ে গত দু’বছরে ভারত সহ বিশ্বের নানা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব সেরেছেন। সেগুলির মধ্যে আইআইটি, আইআইএম, ন্যাশনাল ল স্কুল যেমন রয়েছে, তেমনই আছে ইয়েল ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়।