এগরা: পূর্ব মেদিনীপুরের নির্মীয়মান এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আগুন-আতঙ্ক। জানলার কাঁচ ভেঙে উদ্ধার করা হল আটকে পড়া কর্মীদের।
হাসপাতালগুলি কি ক্রমেই জতুগৃহের চেহারা নিচ্ছে? সুস্থ হতে আসা রোগীদের জীবনের মূল্য কি রোজ একটু করে কমছে? পূর্ব মেদিনীপুরের সুপার স্পেশালিটি নির্মীয়মান হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের উঠছে প্রশ্ন।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ হাসপাতালের ৪ তলায় আগুন লাগে। সেখানে কাজ করছিলেন কয়েকজন কর্মী। তাঁদর চিকিৎকারে আগুন লাগার খবর জানতে পারেন বাকিরা। হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন রোগী, চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা।
তখনও হাসপাতালের ৪ তলায় আটকে ছিল শ্রমিকরা।
ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। ফায়ার ল্যাডার ব্যবহার করে, জানলার কাঁচ ভেঙে উদ্ধার করা হয় কর্মীদের।
নির্মাণের কাজ শেষ না হওয়ায় হাসপাতালের সমস্ত বিভাগ এখনও চালু হয়নি। শুধু আউটডোর চালু হয়েছে। সমস্ত বিভাগ চালু হওয়ার পর আগুন লাগলে ফল আরও মারত্মক হতে পারত বলে আশঙ্কা করছেন দমকল কর্মীরা। আগুন লাগার কারণ অনুসন্ধান শুরু হয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।
এর আগেও একাধিকবার সরকারি হাসপাতালে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছে।
২৭ অগাস্ট, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে আগুন লেগে কয়েকজনের মৃত্যু হয়। সিআইডি তদন্তের নির্দেশ সরকারের। উইন্ডো এসি থেকে আগুন ছড়ায় পর্দা ও ম্যাট্রেসে। আগুন লাগার ঘটনায় হাসপাতাল কর্তপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, দমকলের সুপারিশ না মানাতেই লাগে আগুন।
শুধু এরাজ্য নয় ভিন রাজ্যেও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠেছে গাফিলতির অভিযোগ।
১৭ অক্টোবর, ভূবনেশ্বরের
সাম হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রথমেই ২০ জনের মৃত্যু হয়। পরে আরও বাড়ে মৃতের সংখ্যা। ঘটনায় হাসপাতালের চার কর্মীকে সাসপেন্ড করা হয়। পরে গ্রেফতার হন হাসপাতালের মালিক।
এবার আগুন পূর্ব মেদিনীপুরের এগরায়। বড়াতজোড়ে রক্ষা পেল রোগীরা।
এগরার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আগুন-আতঙ্ক, কাঁচ ভেঙে উদ্ধার কর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2016 04:12 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -