দীপাবলীর রাতে পড়শি যুবকের হাতে ধর্ষিত, আত্মহত্যা কিশোরীর, একজন হাসপাতালে চিকিত্সাধীন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Oct 2016 09:02 AM (IST)
কোচবিহার: কোচবিহারের মাথাভাঙায় কালীপুজোর দিন পাড়ার দুই পরিচিত যুবকের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল দুই কিশোরী। ফিরে এসে দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানায় তারা। নবম শ্রেণির পড়ুয়া দুই কিশোরী সম্পর্কে পিসি-ভাইঝি। রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে তাদের একজন। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরীকে ভর্তি করা হয় মাথাভাঙা হাসপাতালে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরদিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অপর কিশোরী। দুই যুবক রুদ্র তালুকদার ও টোটন সরকারের বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা অবশ্য ঘটনার পর থেকেই পলাতক।