সরকারি বাসের ধাক্কায় জখম হকার, প্রতিবাদে দুর্গাপুরে পথ অবরোধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Apr 2017 10:35 AM (IST)
দুর্গাপুর: দুর্গাপুরে সরকারি বাসের ধাক্কা জখম হকার। প্রতিবাদে হকারদের রাস্তা অবরোধ। যার জেরে আটকে পড়েছে কলকাতা সহ বিভিন্ন জেলাগামী দূরপাল্লার সরকারি বেসরকারি বহু বাস। আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ দুর্গাপুরের গাধীঁমোড়ের কাছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক খবরের কাগজ বিক্রেতাকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তির নাম উত্তম রাণা। এর পরই সিটি সেন্টার মোড় অবরোধ করেন অন্যান্য হকাররা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।