নয়াদিল্লি: দীর্ঘ ৮ মাস পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা হয়েছে রাজ্যের পাওনা সংক্রান্ত নানা ইস্যু নিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে তাঁর সংসদে যাওয়ার কথা।
আজ সকাল সাড়ে ৯টা নাগাদ প্রধানমন্ত্রীর অফিসে হয় এই বৈঠক। তবে উল্লেখযোগ্যভাবে তিস্তা জলবণ্টন নিয়ে কোনও কথা হয়নি।
বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষ্যে মমতা এই মুহূর্তে দিল্লিতে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর জলের জন্য দাবি করে এলেও মমতা মোদী-হাসিনা দুজনকেই জানিয়ে দিয়েছেন, সুখা মরসুমে রাজ্য সমস্যায় পড়বে, ফলে তিস্তার জল দেওয়া সম্ভব নয়। তবে আজকের মিনিট কুড়ির বৈঠকে তিস্তা নিয়ে কোনও কথা হয়নি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেছেন, কেন্দ্রের কাছে বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রায় ১০,০০০ কোটি টাকা বকেয়া। টাকার অভাবে আটকে নানা প্রকল্পের কাজ। সেই টাকা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ নেওযার অনুরোধ করেন তিনি। বকেয়ার তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মোদী জানিয়েছেন, বিষয়টি বিবেচনা করবেন তিনি।
দিল্লিতে হল মোদী-মমতা বৈঠক, কথা রাজ্যের বকেয়া সহ নানা ইস্যুতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2017 10:14 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -